Publish: Wednesday December 15, 2021 | 5:23 am | অনলাইন সংস্করণ
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিন বেলা ১০টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮৭৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৬৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৭৮ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫০টির।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে।
Array