Publish: Tuesday December 14, 2021 | 4:56 am  |  অনলাইন সংস্করণ

 dhepa 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বামীর পরকীয়ার জের মাহফুজা আকতার সোনিয়া (২০) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারিশ্চা বটতল এলাকায়।

সোমবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। ১০টার দিকে অভিযোগ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ নিয়ে আসে পুলিশ। পরে ওই গৃহবধূর বাবা মো. হারুন বাদী হয়ে মাহফুজার স্বামী মো. আক্কাছ আলী, শাশুড়ি রহিমা বেগমসহ শ্বশুরবাড়ির ৪ সদস্যকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন। মাহফুজার পৈতৃক বাড়ি পদুয়া ইউনিয়নের দ্বারিকোপ মৌলভীরখীল এলাকায় লাশ রাত ৮টার দিকে দাফন করা হয়েছে।

মাহফুজার বাবা মো. হারুন বলেন, আমার মেয়ে মাহফুজার সাথে একই ইউনিয়নের জামাল মিয়ার ছেলে আক্কাছ আলীর সঙ্গে ২০১৯ সালে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আমার মেয়ে শ্বশুরবাড়ির লোকজন জ্বালাতন করে আসছে। মেয়ে জানিয়েছে আমার মেয়ের স্বামী আক্কাছ আলীর সঙ্গে তার বড় ভাবীর পরকীয়া সম্পর্ক ছিল।

তার দাবি, বিষয়টি মাহফুজা টের পেয়ে প্রতিবাদ করলে তার উপর নেমে আসে দিনের পর দিন অমানুষিক নির্যাতন। নির্যাতনের বিষয়টি একাধিকবার মাহফুজা জানিয়েছিল। ঘটনার জেরে সোমবার সকাল ৭টার দিকে আমার মেয়ে মাহফুজাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে মেরে ফেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে জানিয়েছে চিকিৎসকরা।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, সকাল ১০টার দিকে উপজেলা সদরের ইছাখালি হাসপাতালের সামনে থেকে মাহফুজা আকতারের স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দিয়ে দেয়া হয়।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031