Publish: Wednesday August 4, 2021 | 7:53 am | অনলাইন সংস্করণ
ঢাকাই ছবির দুই সফল তারকা চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। দাম্পত্য জীবনের ২৫ বছর পার করেছেন তারা। দুই সন্তানের বাবা-মাও হয়েছেন।
গত রোববার রাতে রাজধানীর গুলশানের বাসায় কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করলেন এ তারকা দম্পতি।
কেক কাটার ছবি ফেসবুকে শেয়ার করে ওমর সানী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে, আল্লাহর হুকুমে, পরিবার–পরিজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে, তার চেয়ে বড় আমাদের ভক্তদের দোয়াতে বাকি জীবন যেন কবর পর্যন্ত যেতে পারি।’
দীর্ঘদিনের দাম্পত্য জীবন নিয়ে মৌসুমী বলেছেন, সত্যি বলতে, আমার এখনও বিশ্বাস হয় না। এত বছর পার হয়ে গেল, ভাবতেই অবাক লাগে। মনে হয়, এই তো কদিন আগে বিয়ে হয়েছে।
১৯৯৫ সালের ৪ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌসুমী-ওমর সানী। তাদের দুই সন্তান ফারদীন ও ফাইজা। এ বছরের ২৬ মার্চ ফারদীন বিয়ে করেছেন। কনে কুমিল্লার মেয়ে আয়েশা। থাকেন কানাডায়।
Array