Publish: Wednesday August 4, 2021 | 1:28 am | অনলাইন সংস্করণ
করোনায় বিধ্বস্ত ভারতে জিকা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এবার দেশটির মহারাষ্ট্রে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত রবিবার পুনে শহরে ৫০ বছরের এক নারীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়। তবে তার শরীরে এই ভাইরাসের হালকা উপসর্গ রয়েছে। এ ছাড়া তার পরিবারের অন্য কারও উপসর্গ নেই বলেও জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুনের পুরান্দার এলাকার একটি গ্রামে গেল মাসে কয়েকজনের জ্বর হয়। তাদের নমুনা নিয়ে পরীক্ষার পর ২৫ জনের চিকুনগুনিয়া, তিনজনের ডেঙ্গু আর একজনের জিকা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
ওই নারী চিকুনগুনিয়াতেও আক্রান্ত হয়ে সেরে ওঠেন বলে জানিয়েছে, মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। জিকা ভাইরাস প্রতিরোধে জনস্বাস্থ্যমূলক নানা পদক্ষেপ নিতে বিশেষজ্ঞদের একটি দল ওই এলাকায় পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে কেরালাতেও ৬৩ জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস