Publish: Wednesday August 4, 2021 | 2:19 am | অনলাইন সংস্করণ
কেরানীগঞ্জের পশ্চিম রোহিতপুরে মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে মোজাফফর আলী (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বড় মেয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোজাফফর হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট মেয়ে মিতা নূর জানান, তার মাদকাসক্ত চাচাতো ভাই ঠাণ্ডু মিয়া মিরপুরে থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাণ্ডু মিয়া তাদের বাড়িতে এসে তার বাবার কাছে ৫০০ টাকা দাবি করে। তার বাবা তাকে ৩০০ টাকা দিলে ঠাণ্ডু ঝগড়া শুরু করে। একপর্যায়ে সে বাবাকে ছুরিকাঘাত করে।
মিতা নূর আরও জানান, তার বড় বোন মৌ বাবাকে বাচাঁতে গেলে ঠাণ্ডু মিয়া তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাবা এবং বোনকে হাসপাতালে নেওয়ার পথেই তার বাবা মারা যান। বোনের অবস্থাও ভালো না।
মোজাফফর হোসেন রোহিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিকবার চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। সে কারণে এলাকায় তিনি বেশ পরিচিত মুখ। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন খুনের ঘটনায় তার স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Array