Publish: Tuesday December 14, 2021 | 5:26 am | অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২১।
বাংলাদেশ থেকে অসংখ্য তারকা অংশ নিয়েছিলেন এ অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএম জামাল হোসেন।
এ অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিন। শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২১-এ তাকে এ পুরস্কার দেওয়া হয়।
এ প্রসঙ্গে ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, এটি আমার জন্য বিশাল একটি প্রাপ্তি; যা আমার কর্মস্পৃহা এবং সম্মান বাড়িয়ে দিয়েছে বহুগুণে। যেহেতু বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এ উৎসব এবং সেই সঙ্গে আমার পুরস্কার প্রাপ্তি, তাই এ পুরস্কারটি দুই দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে আমাকে গৌরবান্বিত করেছে।
Array