Publish: Wednesday December 15, 2021 | 6:13 am | অনলাইন সংস্করণ
বলিউডের নবদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ মঙ্গলবার হানিমুন পর্ব সেরে মুম্বাইয়ে ফিরেছেন। ভিকি-ক্যাটের (ভিক্যাট) অপেক্ষায় এয়ারপোর্টে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন ভক্ত ও ফটোগ্রাফাররা।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হাসিমুখে পোজ দিলেন তারা। ক্যাটরিনার হাতে মেহেদির রঙ এখনো গাঢ়। সারাক্ষণ বরের হাত শক্ত করে ধরে থাকলেন ক্যাটরিনা।
এ সময় ক্যাটরিনাকে দেখা গেছে গোলাপি রঙয়ের সালোয়ারে। কপালে সিঁদুর, হাতভর্তি শাঁখা-পলায় নববধূ ক্যাটরিনা ছিলেন বরাবরের মতোই গর্জিয়াস। আর ভিকি পরেছিলেন অফ-হোয়াইট শার্ট-প্যান্ট।
৯ ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের আসর।
বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সাছেন ক্যাটরিনা।
ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির ছিলেন এই রাজকীয় বিয়ের আসরে।
Array