Publish: Tuesday December 14, 2021 | 5:28 am | অনলাইন সংস্করণ
স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের মহান স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে স্কোগোস ব্যাডমিন্টন রেন্জারস ক্লাব সুইডেন ১১ ডিসেম্বর ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে।
টুর্নামেন্ট কমিটির পরিচালক নাজমুল হাছান খান এবং গাজী মহিউদ্দিনের পরিচালনায় ১৪ জন খেলোয়াড় ৭টি দলে অংশগ্রহণ করেন।
রেফারি ছিলেন নিকি হাছান খান এবং এডি আমিন, লাইনম্যান ছিলেন কিরণ ও ফারিন।
এ প্রতিযোগিতায় বিজয়ী হয় কমলা দলের জিকু-শরিফ এবং রানার্সআপ হয় সবুজ দলের মাহবুব-মাহমুদ।
খেলা শেষে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি বিশিষ্ঠ লেখক, কলামিস্ট ও বীর মুক্তিযাদ্ধা মোর্শেদ চৌধুরী সবার মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সবাই উপভোগ করেন আনন্দঘন পরিবেশে। বাংলাদেশের লাল-সবুজ পতাকা ও সুইডেনের জাতীয় পতাকা দিয়ে হলঘর সাজানো হয়েছিল।
Array