Publish: Wednesday August 4, 2021 | 10:48 am | অনলাইন সংস্করণ
নিজস্ব কোনো সেবায় অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর চেয়ে পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস থেকে ব্যবহারকারীদের সাইন-ইন করতে দেবে না গুগল। নতুন ওই সিদ্ধান্ত সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে কার্যকর হবে। সার্চ জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আমাদের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসাবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এরচেয়ে পুরোনো কোনো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে সেপ্টেম্বর ২৭, ২০২১ থেকে সাইন-ইন করতে দেবে না গুগল’। “আপনি যদি সেপ্টেম্বর ২৭-এর পরে আপনার ডিভাইসে সাইন-ইন করেন, তাহলে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগল পণ্য ও সেবা ব্যবহারের সময় ইউজারনেম ও পাসওয়ার্ড ‘এরর’ চোখে পড়তে পারে আপনার।”- যোগ করেছে গুগল। এক প্রতিবেদন বলছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ বাজারে এসেছিল প্রায় ১০ বছর আগে। বর্তমানে গোটা বিশ্বে সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা তিনশ কোটিরও বেশি। পুরোনো প্রযুক্তি আঁকড়ে রেখেছেন এমন অল্প কিছু ব্যবহারকারী ছাড়া অন্যদের উপর এটি তেমন প্রভাব ফেলবে না বলেও উল্লেখ করেছে সাইটটি।
তবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পুরোনো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসের ব্রাউজার থেকে লগ-ইন করে কিছু গুগল সেবা ব্যবহার করা যাবে। আর অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্ব চালিত ডিভাইসগুলো থেকে সব গুগল অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে, তবে অপারেটিং সিস্টেম আপডেট করার সুযোগ থাকলে সেটি করার পরামর্শই দিয়েছে গুগল।
Array