Publish: Wednesday December 15, 2021 | 6:18 am | অনলাইন সংস্করণ
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৭। সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত কোথায় দেখতে পাওয়া যায়?
ক) কেন্দ্রমণ্ডলে খ) গুরুমণ্ডলে
গ) অশ্মমণ্ডলের উপরিভাগে
ঘ) অশ্মমণ্ডলের তলদেশে
১৮। গুরুমণ্ডলের পুরুত্ব কত কি.মি.?
ক) প্রায় ২,৮৮৫ কি.মি. খ) প্রায় ২,২৭০ কি.মি.
গ) প্রায় ৩,৪৮৬ কি.মি. ঘ) প্রায় ৪,২৪০ কি.মি.
১৯। গুরুমণ্ডল মূলত কী শিলা দ্বারা গঠিত?
ক) ম্যাগমা খ) সিমা গ) সিয়াল ঘ) ব্যাসল্ট
২০। গুরুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ৫ ভাগে খ) ৪ ভাগে গ) ৩ ভাগে ঘ) ২ ভাগে
২১। ঊর্ধ্ব গুরুমণ্ডলের বিস্তৃতি কত কি.মি.?
ক) প্রায় ২০০ কি.মি. খ) প্রায় ৩০০ কি.মি.
গ) প্রায় ৫০০ কি.মি. ঘ) প্রায় ৭০০ কি.মি.
২২। আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা সমৃদ্ধ মণ্ডল কোনটি?
ক) কেন্দ্রমণ্ডল খ) নিু গুরুমণ্ডল
গ) অশ্মমণ্ডল ঘ) ঊর্ধ্ব গুরুমণ্ডল
২৩। প্রায় ৩,৪৮৬ কি.মি. পুরুমণ্ডল কোনটি?
ক) কেন্দ্রমণ্ডল খ) গুরুমণ্ডল
গ) অশ্মমণ্ডল ঘ) লঘুমণ্ডল
২৪। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো-
i. সিলিকা ii. নিকেল iii. লোহা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৫। কোন খনিজ পদার্থটি একটিমাত্র মৌল দ্বারা গঠিত?
i. হিরা ii. সোনা iii. তামা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৬। গঠন প্রণালি অনুসারে শিলাকে কয়টি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
২৭। কোনটি সমসত্ত্ব অজৈব পদার্থ?
ক) খনিজ খ) শিলা গ) নুরি ঘ) কণা
২৮। স্তর না থাকার কারণে আগ্নেয় শিলাকে কী বলা হয়?
ক) স্তরীভূত শিলা খ) ম্যাগমা
গ) অস্তরীভূত শিলা ঘ) অন্তজ শিলা
২৯। আগ্নেয় শিলার আরেক নাম কী?
i. প্রাথমিক শিলা ii. পাললিক শিলা
iii. অস্তরীভূত শিলা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) র, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৩০। আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৩১। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো হলো-
i. স্ফটিকার ii. অস্তরীভূত iii. জীবাশ্ম দেখা যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৩২। ব্যাসল্ট কী ধরনের শিলা?
ক) অন্ত্যজ আগ্নেয় শিলা খ) পাললিক শিলা
গ) রূপান্তরিত শিলা ঘ) বহিঃজ আগ্নেয় শিলা
৩৩। অন্ত্যজ আগ্নেয় শিলার উদাহরণ হলো-
i. গ্রানাইট ii. ডলোরাইট iii. রায়োলাইট
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪-৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠিত হয়। এ শিলায় নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ দেখা যায়। জৈবিক, যৌগিক প্রক্রিয়ায় এ শিলা গঠিত হতে পারে।
৩৪। মহাদেশীয় ভূত্বক স্তরের শতকরা কত ভাগ পাললিক শিলা?
ক) ৫৫ খ) ৬০ গ) ৭৫ ঘ) ৮০
৩৫। পাললিক বৈশিষ্ট্যগুলো হলো-
i. স্তরীভূত ii. জীবাশ্ম দেখা যায় iii. সহজেই ক্ষয়প্রাপ্ত
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৩৬। কোনটি পাললিক শিলার উদাহরণ নয়?
ক) কেওলিন খ) অ্যান্ডিসাইট
গ) কয়লা ঘ) শেল
৩৭। চুনাপাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?
ক) গ্রাফাইটে খ) স্লেটে
গ) মার্বেলে ঘ) কোয়ার্টজাইটে
৩৮। পাললিক শিলা ভূ-পৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে?
ক) ৫ ভাগ খ) ৭ ভাগ
গ) ১০ ভাগ ঘ) ২০ ভাগ
৩৯। আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে কী শিলায় পরিণত হয়?
ক) অন্ত্যজ শিলায় খ) রূপান্তরিত শিলায়
গ) স্তরীভূত শিলায় ঘ) প্রাথমিক শিলায়
৪০। বেলে পাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?
ক) গ্রাফাইটে খ) স্লেটে
গ) মার্বেলে ঘ) কোয়ার্টজাইটে
৪১। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুইভাগে খ) তিনভাগে
গ) চারভাগে ঘ) পাঁচভাগে
৪২। আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত কিসের দ্বারা?
i. ভূমিকম্প ii. বৃষ্টিপাত iii. আগ্নেয়গিরি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ১৭। গ ১৮। ক ১৯। ঘ ২০। ঘ ২১। ঘ ২২। খ ২৩। ক ২৪। গ ২৫। ঘ ২৬। খ ২৭। ক ২৮। গ ২৯। খ ৩০। ক ৩১। ঘ ৩২। ঘ ৩৩। ক ৩৪। গ ৩৫। ঘ ৩৬। খ ৩৭। গ ৩৮। ক ৩৯। খ ৪০। ঘ ৪১। ক ৪২। খ।
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
কাজ, ক্ষমতা ও শক্তি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১২। 70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 J হলে তার বেগ কত? উত্তর: 7ms¯¹
১৩। শক্তির প্রধান উৎস কী? উত্তর: সূর্য।
১৪। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস কী? উত্তর: মিথেন।
১৫। সৌরশক্তি কাকে বলে?
উত্তর: সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে।
১৬। নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস কী? উত্তর: পানি।
১৭। নিউক্লীয় শক্তি কাকে বলে?
উত্তর: নিউক্লীয় বিক্রিয়ায় উৎপন্ন শক্তিকে নিউক্লীয় শক্তি বলে?
১৮। আলোর বেগ কত? উত্তর: 3 x 10⁸ ms¯¹
১৯। ক্ষমতা কাকে বলে?
উত্তর: কাজ করার হারকে ক্ষমতা বলে।
২০। ক্ষমতা এর একক কী?
উত্তর: ক্ষমতা এর একক ওয়াট।
২১। ক্ষমতা কোন রাশি? উত্তর: ক্ষমতা স্কেলার রাশি।
২২। ক্ষমতার মাত্রা কী? উত্তর: ML²T¯³
২৩। ১ কিলোওয়াট = কত ওয়াট? উত্তর: ১০০০ ওয়াট।
২৪। ১ অশ্ব ক্ষমতা = কত ওয়াট? উত্তর: ৭৪৬ ওয়াট।
২৫। ম্যাগনা কী? উত্তর: গলিত শিলা।
২৬। বিভবশক্তি কিসের উপর নির্ভর করে না? উত্তর: বেগ।
২৭। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? উত্তর: C ও H
২৮। আইনস্টাইনের বিখ্যাত ভরশক্তি সমীকরণ কী?
উত্তর: E = mc²
২৯। কিসের উপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না? উত্তর: সময়।
৩০। 1kw কত অশ্বক্ষমতার সমান? উত্তর: ১.৩৪
৩১। একটি ফিশন বিক্রিয়ায় কত জুল শক্তি পাওয়া যায়?
উত্তর: 3.2 x 10¯¹¹ J¯¹
৩২।কতগুলো পরমাণু একত্রিত করলে বা ভাঙা হলে কোন শক্তি সৃষ্টি হয়? উত্তর: নিউক্লিয় শক্তি ।
৩৩। 1kg ভরের একটি পাখি পৃথিবীর পৃষ্ঠ হতে 10 m উপর দিয়ে 10m/s বেগে উড়লে এর বিভব শক্তি কত?
উত্তর: 98 J
৩৪। বায়োগ্যাস উৎপাদনে পানি ও গোবরের মিশ্রণ কি অনুপাতে রাখতে হয়? উত্তর: 2 : 1
৩৫। ৫শম ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে 30m উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত? উত্তর: 1470 J
৩৬। 60 kg ভরের এক ব্যক্তি প্রতিটি 20 cm উঁচু ২৫ টি সিড়ি ১৫ সেকেন্ডে উঠতে পারেন। তার ক্ষমতা কত?
উত্তর: 196w
৩৭। প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে কিসের সমন্বয়ে তড়িৎ উৎপাদন করা হয়?
উত্তর: চৌম্বক শক্তি ।
৩৮। বস্তুর বেগ তিনগুণ হলে এর গতিশক্তি কত হবে?
উত্তর: নয়গুণ।
৩৯। একটি সাধারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রদত্ত শক্তির কী পরিমাণ শক্তি অপচয় হয়? উত্তর: প্রায় ৭০%
৪০। কৃত্রিম উপগ্রহে তড়িৎ সরবরাহের জন্য কী ব্যবহার করা হয়? উত্তর: সৌরকোষ।
৪১। টার্বাইন কী? উত্তর: ব্লেডযুক্ত একটি চাকা।
৪২। বস্তুর ভর বেশি হলে বস্তুর কি বৃদ্ধিপ্রাপ্ত হয় না?
উত্তর: চুম্বকত্ব।
৪৩। বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কিরূপ কাজ করতে হয়?
উত্তর: বলের বিপরীতে।
৪৪। অ্যামোনিয়া কি থেকে উৎপন্ন হয়? উত্তর: কয়লা ।
৪৫। জুল এককটিকে কিসের একক দ্বারা ভাগ করলে ভরবেগের একক পাওয়া যাবে? উত্তর: বেগের।
৪৬। গতিশক্তি 100 গুণ হলে বস্তুর বেগ কত হবে?
উত্তর: 10 গুণ।
৪৭। বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুর কোন শক্তি হ্রাস পায়? উত্তর: গতিশক্তি ।
৪৮। বৈদ্যুতিক জেনারেটরের কুন্ডলীটি ঘুরানোর সময় কোন প্রকার শক্তি উৎপন্ন হয়? উত্তর: তড়িৎশক্তি।
৪৯। কোনটির মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়? উত্তর: ট্রান্সফরমার ।
৫০। এক কিলোওয়াট ঘন্টা সমান কত?
উত্তর: 3.6 x 10⁶L
৫১। শক্তির সাধারণ রূপ কী? উত্তর: যান্ত্রিক শক্তি।
হিসাববিজ্ঞান
এইচ. এম. মতিউর রহমান
সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা), পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী
মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৪. মুনাফাজাতীয় হওয়া সত্ত্বেও যে ব্যয় নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ থাকে না তাকে কী বলে?
ক) মূলধনজাতীয় ব্যয় খ) মুনাফাজাতীয় ব্যয়
গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় ঘ) বিক্রয় ব্যয়
১৫. বিশদ আয় বিবরণী বর্হিভূত লেনদেন হলো-
i. মুনাফাজাতীয় আয় ii. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় iii. মূলধনজাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬. ২০১৫ সালে মিসেস শাহিদার ভাড়া প্রাপ্তি ৫০,০০০ টাকা, কিন্তু এর মধ্যে ২০১৪ সালের ৫,০০০ টাকা
এবং ২০১৬ সালের ২০,০০০ টাকা ভাড়া অন্তর্ভুক্ত আছে। মুনাফাজাতীয় আয় কত টাকা?
ক) ২৫,০০০ টাকা খ) ৩০,০০০ টাকা গ) ৪৫,০০০ টাকা ঘ) ৫০,০০০ টাকা
১৭. কোনটি মুনাফাজাতীয় আয়?
ক) বিনিয়োগের সুদ খ) বিমা প্রিমিয়াম পরিশোধ
গ) পণ্য ক্রয় ঘ) গাড়ি বিক্রয়
১৮. ‘মূলধনের সুদ’ কোন ব্যয়ের অন্তর্গত?
ক) মূলধনজাতীয় খ) মুনাফাজাতীয়
গ) পরিচালন ঘ) বিলম্বিত মুনাফাজাতীয়
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
মুদি দোকানি কাওসার দোকানের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজটি দোকানে আনতে ও বৈদ্যুতিক লাইন সংস্থাপন করণে ১,৫০০ টাকা ব্যয় হয়। কিন্তু দোকানে স্থান সংকুলান না হওয়ায় ফ্রিজটি ৬৪,০০০ টাকায় বিক্রি করলেন।
১৯. জনাব কাওসারের মূলধনজাতীয় ব্যয় হয়েছিল কত টাকা?
ক) ৫৮,৫০০ টাকা খ) ৬০,০০০ টাকা
গ) ৬১,৫০০ টাকা ঘ) ৬৪,০০০ টাকা
২০. ফ্রিজটি বিক্রয়ের ফলে ব্যবসায়ের-
i. মূলধনজাতীয় প্রাপ্তি হবে ৬৪,০০০ টাকা
ii. মুনাফাজাতীয় ব্যয় হবে ১,৫০০ টাকা
iii. মূলধনজাতীয় আয় হবে ২,৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়কে একাধিক হিসাবকালে বিভক্ত করা হয় কেন?
ক) নিয়মিত খ) একাধিক বছরের সুবিধা
গ) অনিয়মিত ঘ) বড় অঙ্কে
২২. কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়?
ক) বেতন প্রদান খ) ভাড়া প্রদান
গ) আসবাবপত্র ক্রয় ঘ) পণ্য তৈরির গবেষণা ব্যয়
২৩. বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য এককালিন পরিশোধ। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে-
i. মূলধনজাতীয় ব্যয় ii. মুনাফাজাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪. চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা পাওয়া গেছে, কিন্তু আরও ৩০০ টাকা পাওনা হয়েছে। এখানে বর্তমান বছরে মুনাফাজাতীয় আয় কত হবে?
ক) ২,৭০০ টাকা খ) ৩,০০০ টাকা
গ) ৩,৩০০ টাকা ঘ) ৩,৬০০ টাকা
২৫. মুনাফাজাতীয় হলেও একাধিক বছর ধরে সুবিধা দেয় কোনটি?
ক) মুনাফাজাতীয় ব্যয়
খ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
গ) মূলধনজাতীয় ব্যয় ঘ) মূলধনায়িত ব্যয়
উত্তর : ১৪। গ ১৫। গ ১৬। ক ১৭। ক ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। ঘ ২৩। গ ২৪। গ ২৫। খ
Array