Publish: Tuesday December 14, 2021 | 5:49 am | অনলাইন সংস্করণ
বাবার সঙ্গে ঘুরতে গিয়েছিল ছোট্ট মেয়েটি। বনের রাজা সিংহের খাঁচার সামনে এসে লোহার শিকের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয় অবুঝ শিশুটি। মেয়েটির বাবা তখন মেয়েটির ছবি তোলায় ব্যস্ত ছিল। হঠাৎ সিংহ কামড় বসিয়ে দেয় দুই বছরের মেয়েটির হাতে। সিংহের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় মেয়েটির বাম হাত কেটে বাদ দেন চিকিৎসকরা। গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইব গভর্নেটে এই দুর্ঘটনা ঘটেছে।
দুনিয়া নামের মেয়েটি যখন সিংহের খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল, তখন মেয়েটির বাবা তার ছবি তোলায় ব্যস্ত ছিল বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
মানবাধিকার বিষয়ক আইনজীবীরা শিশুটির বাবা এবং হুথি মিলিশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওই চিড়িয়াখানার কর্তৃপক্ষকে এই ঘটনায় আটক করেছে বলে গালফ নিউজ জানিয়েছে।
হিংস্র প্রাণীর খাঁচায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন মানবাধিকার বিষয়ক আইনজীবীরা।
Array