Publish: Wednesday December 15, 2021 | 6:16 am  |  অনলাইন সংস্করণ

 dhepa 

প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

প্রথমপত্র

প্রাক-ইসলামি আরব

বহুনির্বাচনি প্রস্তুতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

উদ্দীপকটি পড় এবং ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :

আরিফ ইতালির নেপসল বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা করছে। গবেষণার প্রয়োজনে তাকে ইতালির বিভিন্ন জায়গায় যেতে হয়। ইতালির বিভিন্ন ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি, আইন-প্রশাসন, স্থাপত্য ও ভাস্কর্য আরিফকে মুগ্ধ করে।

৫২। ইতালির পুরোনো ঐতিহ্য কোন সভ্যতার অবদান?

ক) গ্রিক খ) রোমান

গ) এজিয়ান ঘ) ব্যাবিলন

৫৩। উক্ত সভ্যতার বিকাশের ফলে পৃথিবীর যে ক্ষেত্রগুলো বিশেষভাবে উন্নত হয়, তা হলো-

i) আইন ii) স্থাপত্য iii) ভাষা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

হজরত মুহাম্মদ (সা.)

৫৪। হিজরত অর্থ কী?

ক) দেশত্যাগ খ) অনুপ্রবেশ

গ) পলায়ন ঘ) ফিরে আসা

৫৫। আনসার ও মুহাজেরীনদের সুসম্পর্কের মূলে কোন কারণটি সক্রিয় ছিল?

ক) আত্মীয়তার সম্পর্ক খ) ধর্মীয় ভ্রাতৃত্ব

গ) মহানবির আহ্বান ঘ) ব্যবসায়িক স্বার্থ

৫৬। মুসলমানদের আবিসিনিয়ার হিজরতের সময় সেখানে রাজা কে ছিলেন?

ক) নাজ্জাসি খ) খসরু

গ) আবরাহা ঘ) গাস্ সানি

৫৭। মহানবি (সা.)-এর জীবনের শেষ যুদ্ধ কোনটি?

ক) খাইবার যুদ্ধ খ) হুনায়নের যুদ্ধ

গ) মুতার যুদ্ধ ঘ) তাবুক যুদ্ধ

৫৮। কোন যুদ্ধে হজরত হামজা নিহত হন?

ক) বদরের যুদ্ধে খ) উহুদের যুদ্ধে

গ) খন্দকের যুদ্ধে ঘ) মুতার যুদ্ধে

৫৯। কোন ঘটনাকে পবিত্র কুরআনে ‘মহাবিজয়’ বলা হয়েছে?

ক) আকাবার শপথ খ) মদিনা সনদ

গ) হুদায়বিয়ার সন্ধি ঘ) বিদায় হজ

৬০। বিবি খাদিজাকে ‘খাদিজাতুত তাহিরা’ বলা হয় কারণ-

ক) তিনি নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন

খ) পরোপকারী ও উদার ছিলেন

গ) সদ্বংশীয় ও সদালাপী ছিলেন

ঘ) মহানবি (সা.)-এর সহধর্মিণী ছিলেন

৬১। কুরাইশদের ইসলামের বিরোধিতার মূল কারণ ছিল-

ক) ইসলাম প্রতিষ্ঠা হলে তাদের মূর্তি পূজা বন্ধ হবে

খ) ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হলে তাদের স্বার্থহানি ঘটবে

গ) ইসলাম প্রতিষ্ঠা হলে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে

ঘ) ইসলাম প্রতিষ্ঠা হলে কুরাইশ বংশ কৌলীন্য লোপ পাবে

৬২। হজরত মুহাম্মদ (সা.)-এর সত্যনিষ্ঠা এবং বাণিজ্যিক দক্ষতার কথা শুনে মক্কার এক ধনাঢ্য মহিলা তাকে ব্যবসার তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। তিনি হলেন-

ক) হজরত খাদিজা (রা.) খ) হজরত আয়শা (রা.)

গ) হজরত হাফসা (রা.) ঘ) হজরত হালিমা (রা.)

৬৩। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের প্রধান কারণ-

ক) কম সৈন্য সংখ্যা

খ) মুসলমানদের ইমানি শক্তির দুর্বলতা

গ) নেতার আদেশ অমান্য করা

ঘ) মহানবি (সা.) আঘাতপ্রাপ্ত হওয়া

৬৪। হিলফুল ফুজুল কী?

ক) রাজনৈতিক সংগঠন খ) সাংস্কৃতিক সংস্থা

গ) শান্তি কমিটি ঘ) সামাজিক গোষ্ঠী

৬৫। আল-আমিন কার উপাধি ছিল?

ক) হজরত আবু বকর (রা.) খ) হজরত ওমর (রা.)

গ) হজরত আলী (রা.) ঘ) হজরত মুহাম্মদ (সা.)

৬৬। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?

ক) আবু বকর (রা.) খ) ওসমান (রা.)

গ) ওমর (রা.) ঘ) তালহা (রা.)

উত্তর : ৫২খ ৫৩ঘ ৫৪ক ৫৫খ ৫৬ক ৫৭ঘ ৫৮খ ৫৯গ ৬০ক ৬১খ ৬২ক ৬৩গ ৬৪গ ৬৫ঘ ৬৬ক।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031